সাইফুর রহমান জাবের - সদর, ভোলা
৫৩৪৩. Question
আমি গোরস্থান মাদরাসায় পড়ি; তাই প্রায়ই দুই-একটা জানাযা নামায অনুষ্ঠিত হতে দেখি। অনেককে দেখা যায়, জুতা-স্যান্ডেল খুলে তার উপর দাঁড়ায়। আমার প্রশ্ন হল, জুতা যদি নাপাক হয় তাহলে জুতা খুলে তার উপর দাঁড়ানো জায়েয হবে কি?
আর যদি জুতা পবিত্র হয় তাহলে জুতা খুলে তার উপর দাঁড়ানোর প্রয়োজন কী?
জানাযা নামাযে দাঁড়ানোর নিয়ম বিস্তারিতভাবে দলীলসহকারে জানালে কৃতজ্ঞ হব।
Answer
জুতার নিচের অংশ নাপাক হলে তা পরিধান করে নামায পড়া যাবে না; তবে উপরিভাগ যদি পাক থাকে তাহলে জুতার উপরে দাঁড়িয়ে জানাযার নামায পড়া যাবে। এতে অসুবিধে নেই।
জানাযার নামাযের জায়গা যদি পাক হয় এবং জুতার উপর-নিচও পাক থাকে তাহলে জুতা পরিধান করেও জানাযার নামায পড়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে জুতা খোলা জরুরি নয়।
উল্লেখ্য, জুতার উপরিভাগ যদি পাক থাকে তাহলে সতর্কতামূলক জুতার উপর দাঁড়ানোই ভালো। কেননা জুতার নিচে নাপাকি থাকার সম্ভাবনা থাকে।
Ñসহীহ বুখারী, হাদীস ৩৮৬; উমদাতুল কারী ৪/১১৯; আততাজনীস ওয়াল মাযীদ ১/৩৯৬; আলমুহীতুল বুরহানী ২/২০; ফাতাওয়া খানিয়া ১/৩০; আলবাহরুর রায়েক ২/১৭৯; হালবাতুল মুজাল্লী ১/৫৭৯