মুহিব্বুল্লাহ - মিরপুর
৫৩৩৮. Question
গতকাল মহল্লার মসজিদে এশার নামায জামাতের সাথে আদায় করি। সুন্নত-বিতির আদায়ের পর জানতে পারলাম, ফরয নামাযে সমস্যা হয়েছে। নামায দোহরাতে হবে। তাই সকলে মিলে পুনরায় এশার নামায জামাতে আদায় করি। অতঃপর বিতির না পড়ে শুধু সুন্নত পড়েই আমি বাসায় চলে আসি। আমি জানতাম, এমতাবস্থায় বিতির দ্বিতীয়বার পড়তে হয় না। আমার জানা কি ঠিক আছে? আমার বিতির না পড়া কি সঠিক হয়েছে, না বিতির দ্বিতীয়বার পড়া উচিত ছিল? ভবিষ্যতে এমন সমস্যার সম্মুখীন হলে কী করব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথমবারই আপনার বিতির আদায় হয়েছে। বিতির পড়ার সময় এশার ফরযের পর। তাই এশার ফরয পড়ে বিতির পড়লেই তা আদায় হয়ে যায়। কখনো যদি বিতির আদায় করার পর ফরয নামাযটি সহীহ হয়নি বলে প্রমাণিত হয় তবুও বিতির পুনরায় পড়তে হবে না। কেননা তা যথাসময়েই আদায় হয়েছে।
Ñকিতাবুল আছল ১/১২৪; আলমাবসূত, সারাখসী ১/১৫০; খিযানাতুল আকমাল ১/৪৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৮; শরহুল মুনইয়া, পৃ. ২২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫১