Shaban-Ramadan 1442 || March-April 2021

ফয়সাল - উত্তরা

৫৩৩৭. Question

একাকী নামায পড়ার ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে, সূরার তারতীব ঠিক রাখতে পারি না। যেমন প্রথম রাকাতে সূরা কুরাইশআর দ্বিতীয় রাকাতে সূরা আছরপড়ে ফেলি। জানার বিষয় হল, এমতাবস্থায় কি আমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে?

Answer

ফরয নামাযে সূরাসমূহের তারতীব ঠিক রাখা মুস্তাহাব। ইচ্ছাকৃত তারতীব ভঙ্গ করা অনুত্তম। ভুলে কখনো তারতীব ভঙ্গ হয়ে গেলে সমস্যা নেই। এ ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না।

Ñআলমুহীতুল বুরহানী ২/৩১০; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৭; আলবাহরুর রায়েক ২/৯৪; ইলাউস সুনান ৪/১৪৫

Read more Question/Answer of this issue