Shaban-Ramadan 1442 || March-April 2021

মাহদী - নর্দ্দা

৫৩৩৫. Question

নামাযে হাঁচি দেয়ার পর ভুলে আলহামদু লিল্লাহবলে ফেললে নামায ফাসেদ হয়ে যাবে কি?

Answer

না, নামাযে হাঁচি দেওয়ার পর আলহামদু লিল্লাহবলে ফেললে নামায ফাসেদ হবে না। তবে নামাযে হাঁচি আসলে আলহামদু লিল্লাহনা বলাই নিয়ম।

Ñআততাজনীস ওয়াল মাযীদ ১/৪৯৮; ফাতাওয়া খানিয়া ১/১৩৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১২০; যাদুল ফাকীর, পৃ. ১৩৬; আলবাহরুর রায়েক ২/৫; শরহুল মুনইয়া, পৃ. ৪৩৯

Read more Question/Answer of this issue