আব্দুল্লাহ - উত্তরা
৫৩৩৪. Question
একাকী ফরয নামায আদায়ের ক্ষেত্রে কখনো কখনো আমি তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে ফেলি। জানার বিষয় হল, এই সুরতে কি আমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে?
Answer
ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর নিয়ম নেই। কিন্তু কেউ পড়ে ফেললে সাহু সিজদা ওয়জিব হবে না।
Ñআলমুহীতুল বুরহানী ২/৩১০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৬; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৫৩; ফাতহুল কাদীর ১/৪৩৮; শরহুল মুনইয়া, পৃ. ৩৩১; রদ্দুল মুহতার ১/৪৫৯