Shaban-Ramadan 1442 || March-April 2021

মাহবুব - পাবনা

৫৩৩৩. Question

আমাদের এলাকার মসজিদের ভেতরের অংশ বারান্দার তুলনায় এক বিঘত উঁচু। একদিন মসজিদের ভিতরে কিছু কাজ হচ্ছিল। তাই মুসল্লিরা বারান্দায় দাঁড়ায়, তবে বারান্দা সঙ্কীর্ণ হওয়ায় ইমাম সাহেব একা মসজিদের ভেতরের অংশে দাঁড়ান। জানার বিষয় হল, ইমাম মুসল্লিদের তুলনায় উঁচু অংশে দাঁড়ানোর কারণে কি নামাযে কোনো সমস্যা হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম উঁচুতে দাঁড়ানোর কারণে নামাযের ক্ষতি হয়নি। কারণ একে তো ঐ জায়গা বেশি উঁচু নয়। সাধারণ অবস্থায় ইমামের মুসল্লিদের তুলনায় এক হাত বা তার বেশি পরিমাণ উঁচুতে দাঁড়ানো মাকরূহ। দ্বিতীয়ত ওজরের কারণে এমন উঁচুতে দাঁড়ালেও (যেমন জায়গা সঙ্কীর্ণতার কারণে হলে) সমস্যা নেই।

প্রকাশ থাকে যে, বিনা ওজরে ইমামের জন্য মুসল্লিদের থেকে উঁচু জায়গায় দাঁড়ানো ঠিক নয়; বরং তিনি মুসল্লিদের বরাবর সমান জায়গায় দাঁড়াবেন। আর কখনো ওজরবশত উঁচুতে দাঁড়াতে হলে সম্ভব হলে উঁচু স্থানেই ইমামের পেছনে বা ডানে-বামে দুজন মুসল্লিকে দাঁড় করাবে।

Ñবাদায়েউস সানায়ে ১/৫০৮; আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৮৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/২১১; ফাতহুল কাদীর ১/৩৬০; তাবয়ীনুল হাকায়েক ১/৪১৩; শরহুল মুনইয়া, পৃ. ৩৬১; আদ্দুররুল মুখতার ১/৬৪৬

Read more Question/Answer of this issue