খালেদ - আজমপুর
৫৩৩২. Question
আমি একজন সিএনজি চালক। আগে নিয়মিত নামায পড়তাম না। এখন নিয়মিত পড়ার চেষ্টা করি। চারটা সূরাও শিখেছি, কিন্তু বিতরের নামাযে যে দুআয়ে কুনূত পড়তে হয় সেটা এখনও শিখতে পারিনি, জানার বিষয় হল, এমতাবস্থায় আমি বিতরের নামাযে কী পড়ব?
Answer
বিতরের দুআয়ে কুনূত হিসেবে প্রসিদ্ধ দুআটি পড়া উত্তম। তাই তা দ্রæত শিখে নেবেন। তবে এ স্থানে কুরআন-হাদীসের অন্য কোনো দুআ পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে। তাই প্রসিদ্ধ দুআয়ে কুনূত শেখার আগ পর্যন্ত আপনি اللهُمّ اغْفِرْ لِيْ (আল্লাহুম্মাগ ফিরলী) এই দুআ তিনবার, অথবা
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ .
পড়তে পারেন।
Ñমুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৯৬৬; কিতাবুল আছল ১/১৩৯; আলমাবসূত, সারাখসী ১/১৬৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৩৩; বাদায়েউস সানায়ে ১/৬১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; শরহুল মুনইয়া, পৃ. ৪১৮