Shaban-Ramadan 1442 || March-April 2021

মাসরুর - বরিশাল

৫৩৩০. Question

ফজরের নামাযের সময় অযু করে আমি উভয় পায়ে চামড়ার মোজা পরি। যোহরের নামাযের জন্য অযু করার সময় পা ধোয়ার পরিবর্তে আমি উক্ত মোজার উপর মাসেহ করি। এরপর ডান পা খুলে চুলকানোর কারণে মোজা খুলে চুলকাই। পরে শুধু সে পা ধুয়ে আসরের নামায পড়ে নিই। নামাযের পরে ইমাম সাহেবকে বিষয়টি জানালে তিনি বললেন, তোমার নামায হয়নি। এখন উভয় পা ধুয়ে পুনরায় নামায পড়ে নাও।

আমার জানার বিষয় হল, ইমাম সাহেব কি সঠিক বলেছেন? আসলেই কি আমার একটি মোজা খোলার কারণে উভয় পা ধোয়া আবশ্যক হয়ে গিয়েছিল? আমার কি উক্ত নামায পুনরায় পড়তে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে এক পায়ের মোজা খোলার কারণে আপনার মাসেহ বাতিল হয়ে গেছে। তাই এক্ষেত্রে মোজা খুলে উভয় পা ধুয়ে নেওয়া জরুরি ছিল। আর আপনি যেহেতু উভয় পা না ধুয়ে নামায পড়েছিলেন তাই আপনার উক্ত নামায সহীহ হয়নি। ইমাম সাহেব ঠিকই বলেছেন। এখন আপনাকে উভয় পা ধুয়ে (পবিত্রতা অর্জন করে) উক্ত নামায পুনরায় পড়ে নিতে হবে।

Ñকিতাবুল আছল ১/৭৪; শরহু মুখতাসারিত তাহাবী ১/৪৫৫; ফাতহুল কাদীর ১/১৩৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪; আলইনায়া ১/১৩৫; আদ্দুররুল মুখতার ১/২৭৫; আলবাহরুর রায়েক ১/১৭৯

Read more Question/Answer of this issue