Shaban-Ramadan 1442 || March-April 2021

আব্দুর রহমান - ঢাকা

৫৩২৯. Question

এক দিন সকালে আমার গোসল ফরয হয়। অসুস্থ থাকার কারণে ঘরের পাকা মেঝেতে তায়াম্মুম করে নামায আদায় করে নিই। আমার জানার বিষয় হল, পাকা মেঝেতে তায়াম্মুম করা কি সহীহ হয়েছে?

Answer

হাঁ, আপনার তায়াম্মুম সহীহ হয়েছে। মাটি জাতীয় যেকোনো পবিত্র জিনিসের উপর তায়াম্মুম করা সহীহ। আর সিমেন্ট-বালি দ্বারা তৈরি পাকা মেঝে মাটির হুকুমে।

Ñকিতাবুল আছল ১/৮৫; আলমাবসূত, সারাখসী ১/১০৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৫; শরহুল মুনইয়া, পৃ. ৭৬; আলবাহরুর রায়েক ১/১৪৭

Read more Question/Answer of this issue