Shaban-Ramadan 1442 || March-April 2021

ফাতেমা বেগম - কিশোরগঞ্জ

৫৩২৭. Question

আমার বয়স বারো বছর। গত বিশ দিন আগে আমার ঋতুস্রাব শুরু হয়। এরপর এখনো তা বন্ধ হয়নি। ধারাবাহিকভাবে চলছে। এমনকি নামাযের ওয়াক্তে আমি এতটুকু সময়ও পাই না, যে সময় আমি অযু করে ফরয নামাযটা আদায় করব। আমার জানার বিষয় হল, আমার অবস্থা যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার নামাযের কী হুকুম হবে? আমি কীভাবে নামায আদায় করব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যখন থেকে আপনার হায়েয (ঋতুস্রাব) শুরু হয়েছে তখন থেকে প্রত্যেক মাসের উক্ত দশ দিন হায়েয হিসেবে গণ্য করবেন। দশ দিন শেষ হওয়ার পর থেকে পূর্ণ বিশ দিন পবিত্রতা গণ্য করবেন। অর্থাৎ ঐ নির্ধারিত দশ দিন পার হওয়ার পর গোসল করে পবিত্র হবেন এবং স্বাভাবিক নিয়মে নামায আদায় করবেন। এরপর থেকে যত দিন এই ওজর অব্যাহত থাকবে প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য নতুন করে অযু করতে হবে। উক্ত ওজর ব্যতীত অযু ভঙ্গের অন্য কোনো কারণ না পাওয়া গেলে ঐ অযু দিয়ে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত নফল নামাযসহ কুরআন তিলাওয়াত ইত্যাদি সবই করতে পারবেন।

Ñজামে তিরমিযী, হাদীস ১২৬; কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৫০; কিতাবুল আছল ১/২৯০; বাদায়েউস সানায়ে ১/১৫৮; আলইখতিয়ার ১/১০৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩১; আলবাহরুর রায়েক ১/২১৪; রদ্দুল মুহতার ১/২৮৬

Read more Question/Answer of this issue