Rajab 1442 || February 2021

সাজ্জাদ হুসাইন - ফকিরাপুল, ঢাকা

৫৩২৩. Question

আমাদের এলাকার মসজিদটি প্রায় ৩০ বছর আগের। মসজিদটি টিনশেড ছিল। মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টিনশেড ভেঙে তিন তলাবিশিষ্ট মসজিদ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে কমিটির কেউ কেউ চাচ্ছে, নিচ তলায় মার্কেট বানাবে আর দোতলা থেকে মসজিদ শুরু হবে। যেন নিচতলার আয় দিয়ে মসজিদের কার্যক্রম চালানো যায়। এ অবস্থায় নিচতলাকে কি মসজিদ উন্নয়নের স্বার্থে মার্কেট বানানো যাবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত স্থানে যেহেতু বহুদিন ধরে টিনশেডে নামায পড়া হয়েছে এবং পূর্ব থেকে নিচতলা মার্কেট ইত্যাদি বানানোর কথা ছিল না, তাই নতুন করে মসজিদ বানানোর সময় নিচতলাকে মার্কেট বানানো যাবে না; বরং নিচতলাসহ সকল তলাই মসজিদ হিসেবে ব্যবহৃত হতে হবে।

-আলমুহীতুল বুরহানী ৯/১২৭; আলবাহরুর রায়েক ৫/২৫১; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৬২; আদ্দুররুল মুখতার ৪/৩৫৮

Read more Question/Answer of this issue