মাহমুদ - ঢাকা
৫৩১৮. Question
আমি গতকাল মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে যোহরের নামায আদায় করছিলাম। সামনের দেয়ালের একটি লেখায় অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে এবং লেখাটি বুঝেও ফেলি। সাথেসাথে দৃষ্টি সরিয়ে নিই এবং যথারীতি ইমামের সাথে নামায শেষ করি।
আমার জানার বিষয় হল, নামাযের মধ্যে উক্ত লেখাটির দিকে অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ার কারণে কি আমার নামাযের কোনো ক্ষতি হয়েছে? উক্ত নামায কি পুনরায় আদায় করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু অনিচ্ছাকৃত লেখাটির দিকে দৃষ্টি পড়েছে তাই একারণে আপনার নামাযের কোনো ক্ষতি হয়নি। এক্ষেত্রে লেখাটি বুঝে ফেললেও কোনো সমস্যা হবে না। কিন্তু নামাযে ইচ্ছাকৃত কোনো লেখার দিকে দৃৃষ্টিপাত করা মাকরূহ।
উল্লেখ্য, নামাযে কিয়াম অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখা সুন্নত। বিনা কারণে সামনের দিকে তাকানো অনুত্তম।
আরো উল্লেখ্য, মসজিদের সামনের দেয়ালে মুসল্লীর দৃষ্টিগোচর হয়, এমন স্থানে কোনো লেখা বা নকশা অংকন করা বা ঝুলিয়ে রাখা নিষেধ। কেননা এতে নামাযীদের দৃষ্টি পড়ে নামাযের খুশুখুযু নষ্ট হওয়ার সম্ভবনা থাকে।
-আলমুহীতুল বুরহানী ২/১৫৯; ফাতহুল কাদীর ১/৩৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/১০১; আলবাহরুর রায়েক ২/১৪; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৩৭০; আদ্দুররুল মুখতার ১/৬৩৪v