আতাউল্লাহ - সিলেট
৫৩১৬. Question
মাগরিবের শেষ বৈঠকে ইমাম সাহেব তাশাহহুদ পড়ার পর দাঁড়িয়ে গিয়েছেন। এরপর মুসল্লিরা লোকমা দিয়েছে। তখন তিনি বৈঠকে ফিরে আসেন এবং সাহু সিজদা দিয়ে নামায শেষ করেন। আমাদের এই নামায কি সহীহ হয়েছে?
Answer
হাঁ, উক্ত নামায সহীহ হয়েছে। ইমাম যদি শেষ বৈঠকে তাশাহহুদের পর ভুলে দাঁড়িয়ে যান তাহলে নিয়ম হল, মুক্তাদির লোকমা শোনার পর বৈঠকে ফিরে আসবেন এবং সাহু সিজদা দিয়ে যথানিয়মে নামায শেষ করবেন।
-কিতাবুল আছল ১/২২৯; বাদায়েউস সানায়ে ১/৪১৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮;আলবাহরুর রায়েক ২/১০৪; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৩; আদ্দুররুল মুখতার ২/৮৭