Rajab 1442 || February 2021

উসামা - ঢাকা

৫৩১৫. Question

গতকাল যোহরের পূর্বের চার রাকাত সুন্নত পড়ছিলাম, দ্বিতীয় রাকাতে থাকতে ইকামাত শুরু হয়। তখন আমি চার রাকাত পূর্ণ না করে দুই রাকাত পড়েই সালাম ফিরিয়ে জামাতে শরীক হই। জানার বিষয় হল, চার রাকাতের নিয়ত করে দ্বিতীয় রাকাতে সালাম ফিরিয়ে ফেলাটা কি সঠিক ছিল,নাকি চার রাকাত পূর্ণ করে জামাতে শরীক হওয়াই উচিত ছিল?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য দুই রাকাত পড়ে জামাতে শরীক হওয়া যথাযথ হয়েছে। ফরয নামায শুরু হয়ে গেলে তখন ফরয ছাড়া অন্য নামায পড়তে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আবু হুরায়রা রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন-

إِذَا أُقِيمَتِ الصّلَاةُ فَلَا صَلَاةَ إِلّا الْمَكْتُوبَةُ.

যখন ফরয নামাযের জামাত দাঁড়াবে তখন ফরয ছাড়া অন্য নামায পড়ো না। (সহীহ মুসলিম, হাদীস ৭১০)

উল্লেখ্য যে, যোহরের ফরযের পূর্বে চার রাকাত সুন্নত না পড়া হলে যথাসম্ভব ফরযের পরের দুই রাকাত সুন্নতের পর তা পড়ে নেয়া উচিত।

-আলমুহীতুল বুরাহনী ২/২৪৫; ফাতাওয়া খানিয়া ১/৭৫; যাদুল ফাকীর, পৃ. ১৬৪; মারাকিল ফালাহ, পৃ. ২৪৫; রদ্দুল মুহতার ২/৫৩

Read more Question/Answer of this issue