আম্মার - খুলনা
৫৩১৩. Question
গত কয়েকদিন আগে মসজিদে যোহরের নামায দুই রাকাত শেষ হওয়ার পর আমি জামাতে শরীক হই। তারপর জামাতের সাথে দুই রাকাত আদায় করি। আমার জানামতে এই দুই রাকাতের মধ্যে ইমাম সাহেবের এমন কোনো ভুল হয়নি, যার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। কিন্তু ইমাম সাহেবকে দেখি,সিজদায়ে সাহু আদায় করছেন। তখন ধরে নিলাম, আগের দুই রাকাতে কোনো ভুল হয়েছে। ভুলের সময় যেহেতু আমি শরীক ছিলাম না, তাই সিজদা করব কি না-এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। শেষে সিজদায়ে সাহুতে শরীক হয়ে যাই। জানার বিষয় হল, এ ক্ষেত্রে আমার করণীয় কী ছিল? ইমাম সাহেবের সিজদায়ে সাহুতে শরীক হওয়া কি আমার ঠিক হয়েছে? জানালে উপকৃত হব।
Answer
কোনো ব্যক্তি ইমামের পিছনে ইক্তিদা করলেই তাকে ইমামের সিজদায়ে সাহুর অনুসরণ করতে হয়; সে নামাযে যখনই শরীক হোক না কেন। এমনকি যে ভুলের কারণে সাহু সিজদা দেওয়া হচ্ছে তখন সে শরীক না থাকলেও ইমামের সাথে তাকে সাহু সিজদা দিতে হবে। তাই ইমাম সাহেবের সাথে সিজদায়ে সাহুতে শরীক হওয়া আপনার ঠিক হয়েছে।
-কিতাবুল আছল ১/২০২; আলমাবসূত, সারাখসী ১/২২৫; ফাতহুল কাদীর ১/৪৪২; আলবাহরুর রায়েক ১/৩৭৯; হালবাতুল মুজাল্লী ২/৪৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/৯২