Rajab 1442 || February 2021

ওয়াসেল - বংশাল, ঢাকা

৫৩১১. Question

আমার দাদার বাড়ি কুমিল্লায়। আব্বু আম্মু ও আমার অন্যান্য ভাই-বোনসহ আমরা ঢাকায় থাকি। এখানে আমাদের নিজস্ব ভবন রয়েছে। কুমিল্লায় আব্বু মিরাছসূত্রে যে জমির মালিক হয়েছিলেন, তা চাচাদের কাছে বিক্রি করে দিয়েছেন। সেখানে আমাদের ঘর-বাড়ি, জমি-জমা কিছুই নেই এবং সেখানে বসবাসের ইচ্ছাও নেই। তবে আমার দাদী এখনো হায়াতে আছেন। তাই বছরে কয়েকবার আব্বুকে কুমিল্লায় যেতে হয়। আমরাও দু-এক বছর পর পর বেড়াতে যাই। এমতাবস্থায় কুমিল্লায় কি আমরা মুসাফির গণ্য হব, নাকি মুকীম গণ্য হব?

Answer

আপনার আব্বু যেহেতু কুমিল্লা থেকে চলে এসে স্থায়ীভাবে পরিবারসহ ঢাকায় বসবাস করছেন এবং কুমিল্লায় আর বসবাস করার নিজস্ব ব্যবস্থাপনা ও পরিকল্পনা নেই, তাই কুমিল্লা তার জন্য এখন আর ‘ওয়াতনে আসলী’ হিসেবে বাকি থাকেনি। সুতরাং এখন আপনারা ১৫ দিনের কম সময়ের জন্য কুমিল্লায় গেলে মুসাফির গণ্য হবেন এবং চার রাকাতবিশিষ্ট ফরয নামায দুই রাকাত আদায় করবেন।

-আলমুহীতুল বুরহানী ২/৪০১; বাদায়েউস সানায়ে ১/২৮০; তাবয়ীনুল হাকায়েক ১/৫১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২; আলবাহরুর রায়েক ২/১৩৬; আদ্দুররুল মুখতার ২/১৩১

Read more Question/Answer of this issue