Rajab 1442 || February 2021

কবীর হুসাইন - নারায়ণগঞ্জ

৫৩০৯. Question

কয়েকদিন আগে আমি এশার সুন্নত পড়ে চিন্তা করছিলাম-বিতির পড়ব, নাকি আগে দু-চার রাকাত নফল পড়ব। কিছুক্ষণ পর অন্যমনস্ক হয়ে কোনো নিয়ত স্থির না করেই নামায শুরু করি। নামায শুরু করার পর মনে মনে ঠিক করে নেই যে, বিতির পড়ব। প্রশ্ন হল, এভাবে নিয়ত করা কি ঠিক আছে?

Answer

ফরয ও ওয়াজিব নামাযের ক্ষেত্রে নামায শুরু করার আগেই নিয়ত করে নেওয়া আবশ্যক। কোনো নিয়ত স্থির না করে নামায শুরু করলে তা নফল হিসেবে গণ্য হবে। তাই এক্ষেত্রে নামায শুরু করে দেওয়ার পর ফরয বা ওয়াজিবের নিয়ত করা যাবে না। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বিতির আদায় হয়নি। তা পুনরায় পড়ে নিবেন।

-আলমুহীতুল বুরহানী ২/২৯; বাদায়েউস সানায়ে ১/৩৩৩; ফাতাওয়া খানিয়া ১/৮১; শরহুল মুনইয়া, পৃ. ২৫৫; আলবাহরুর রায়েক ১/২৭৬; রদ্দুল মুহতার ১/৪১৭

Read more Question/Answer of this issue