Rajab 1442 || February 2021

হাসীবুর রাহমান - চান্দিনা, কুমিল্লা

৫৩০৮. Question

গত রমযানে তারাবীর নামাযে আমি সিজদার আয়াত তিলাওয়াত করি এবং সিজদা আদায় করি। ঐ রাকাত শেষ করে যখন পরের রাকাতে দাঁড়াই সামনের পড়া প্যাঁচ লাগার কারণে আগের পৃষ্ঠা থেকে আবার পড়ি। ফলে সিজদার আয়াতটি দ্বিতীয়বার পড়া হয়। তবে এই আয়াত পড়ে আমি যেহেতু আগের রাকাতে সিজদা করেছি তাই দ্বিতীয়বার সিজদা করিনি। জানার বিষয় হল, দ্বিতীয়বার ঐ আয়াত পড়ার কারণে কি আমার উপর নতুন সিজদা ওয়াজিব হয়েছে। নাকি আদায়কৃত সিজদাটি উভয় পাঠের জন্য যথেষ্ট হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

Answer

বিশুদ্ধ মত অনুযায়ী এ ক্ষেত্রে প্রথম রাকাতে আদায়কৃত সিজদাটিই যথেষ্ট। দ্বিতীয় রাকাতে সিজদার আয়াতটি পুনরায় পড়ার কারণে নতুন করে সিজদা ওয়াজিব হয়নিতাই আপনার জন্য দ্বিতীয় রাকাতে পুনরায় সিজদা না করা ঠিকই হয়েছে।

-কিতাবুল আছল ১/২৮৩; বাদায়েউস সানায়ে ১/৪৩৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৭; ফাতাওয়া খানিয়া ১/১৫৮; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৭০; রদ্দুল মুহতার ২/১১৭

Read more Question/Answer of this issue