Rajab 1442 || February 2021

জুনায়েদ - খুলনা

৫৩০৬. Question

আমার বাড়ী চট্টগাম। মাসের ১ তারিখে ভিসা সংক্রান্ত কাজে ঢাকায় আসি। আসার সময় নিয়ত ছিল কাজটা শেষ হলেই চলে যাব। ঘটনাক্রমে কাজ শেষ হতে হতে বিশ দিন লেগে যায়। আর আমি উক্ত দিনগুলোর চার রাকাত বিশিষ্ট ফরয নামায (একাকী আদায় করলে) দুই রাকাত করে আদায় করি। মুহতারামের কাছে জানার বিষয় হল-আমার এভাবে নামায আদায় করা কি শরীয়তসম্মত হয়েছে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু ঢাকায় একত্রে ১৫ দিন কিংবা এর বেশি সময় অবস্থানের ইচ্ছা করেননি; বরং কাজ শেষ হলেই আপনার চলে যাওয়ার ইচ্ছা ছিল, তাই এ ক্ষেত্রে ২০ দিন অতিবাহিত হলেও আপনি মুসাফির ছিলেন। সুতরাং কসর পড়া ঠিকই হয়েছে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৮২৭৯, ৮৩০৫; কিতাবুল আছল ১/৭৮; আলমাবসূত, সারাখসী ১/২৩৭; আলহাবিল কুদসী ১/২২৩; আলমুহীতুল বুরহানী ২/৩৮৯; আলবাহরুর রায়েক ২/১৩১

Read more Question/Answer of this issue