কাজি রাফি - হাজারীবাগ, ঢাকা
৫৩০৫. Question
আমি ফরয গোসলের সময় নাকে পানি দিতে ও কুলি করতে ভুলে যাই। তারপর ফরয নামায আদায় করি। আমার জানার বিষয় হল, আমাকে কি পুনরায় পূর্ণ গোসল করতে হবে এবং নামায পুনরায় আদায় করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে স্মরণ হওয়ার পর শুধু কুলি করলে ও নাকে পানি দিলেই গোসল সম্পন্ন হয়ে যাবে। নতুন করে পূর্ণ গোসল করতে হবে না। আর এক্ষেত্রে নাকে পানি দেওয়া ও কুলি করার আগে কোনো ফরয-ওয়াজিব নামায আদায় করা হয়ে থাকলে তা পুনরায় পড়ে নিতে হবে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২০৭১, ২০৭৩; কিতাবুল আছল ১/৩২; খিযানাতুল আকমাল ১/৩১; শরহুল মুনইয়া, পৃ. ৫০; আদ্দুররুর মুখতার ১/১৫৪