খালেদ - খুলনা
৫৩০৩. Question
একদিন ঘুম থেকে উঠে দেখি, আমার গেঞ্জির সাথে একটি ছারপোকা লেগে আছে। তার আশপাশে কিছু রক্তও ছড়িয়ে আছে। নামাযের সময় ঘনিয়ে এলে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে, এ রক্তসহ নামায পড়ব কি না। পরবর্তীতে আমার এক বন্ধু বলল, ছারপোকার রক্ত নাপাক নয়। সুতরাং তাসহ নামায পড়তে কোনো অসুবিধা নেই। তার কথায় আমি সেই রক্তসহ নামায আদায় করি। মুহতারামের কাছে জানার বিষয় হল, ছারপোকার রক্ত পাক না নাপাক। আমার উক্ত নামায কি সহীহ হয়েছে? জানালে উপকৃত হব।
Answer
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায সহীহ হয়েছে। কারণ ছারপোকার রক্ত নাপাক নয়। শরীর বা কাপড়ে ছারপোকার রক্ত লাগলে তা নাপাক হয় না। অবশ্য রক্তের দাগ বেশি হলে। তা ধুয়ে নেওয়া ভালো বা সম্ভব হলে কাপড় পরিবর্তন করে নেওয়া ভালো।
-কিতাবুল আছল ১/৫৪; শরহু মুখতাসারিত তাহাবী ১/২৭২; বাদায়েউস সানায়ে ১/১৯৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৬; আলবাহরুর রায়েক ১/২২৯; রদ্দুল মুহতার ১/৩২০