Rajab 1442 || February 2021

ফযলুদ্দীন - সাভার

৫৩০২. Question

একবার আমার হাতের এক অংশ কেটে যায় এবং রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে। আমি টিস্যু দিয়ে রক্ত মুছে টিস্যুটি পকেটে রেখে দিই। পরে ভুলে টিস্যু পকেটে নিয়েই নামায পড়ি। প্রশ্ন হল, সেই টিস্যু পকেটে নিয়ে নামায পড়ায় আমার নামাযের কোনো সমস্যা হয়েছে কি?

Answer

উক্ত টিস্যুতে লেগে থাকা রক্তের পরিমাণ যদি এক দিরহাম অর্থাৎ হাতের তালুর গভীরতার চেয়ে বেশি হয় তাহলে আপনার ঐ নামায আদায় হয়নি। আর যদি টিস্যুতে রক্তের পরিমাণ এরচেয়ে কম হয়ে থাকে তাহলে নামায আদায় হয়ে গেছে। কিন্তু এ ধরনের নাপাক মিশ্রিত বস্তু পকেটে নিয়ে নামায পড়া কিছুতেই সমীচীন নয়। সামনে থেকে এ ব্যাপারে সর্তক থাকতে হবে।

-কিতাবুল আছল ১/৫৫; আলমাবসূত, সারাখসী ১/৬০; বাদায়েউস সানায়ে ১/২৩৩; ফাতহুল কাদীর ১/১৭৭; হালবাতুল মুজাল্লী ১/৫০৭; আলবাহরুর রায়েক ১/২৬৮

Read more Question/Answer of this issue