হাবিবুল্লাহ - চাঁদপুর
৫৩০০. Question
গত ঈদুল ফিতরের দুই দিন আগে আমাদের ঈদগাহ মাঠে এক শূকরের পাল ওঠে ব্যাপক হারে সেখানে মলত্যাগ করে। পরবর্তীতে আমরা সেখানে মেশিন দিয়ে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত করি। ফলে আমাদের দৃষ্টিতে নাপাকির কোনো চিহ্ন অবশিষ্ট থাকেনি।
মুহতারামের কাছে জানার বিষয় হল, উক্ত পদ্ধতিতে আমাদের ঈদগাহ মাঠ কি পবিত্র হয়েছে। উল্লেখ্য, পরবর্তীতে মাঠে কোনো পানিও জমে ছিল না; বরং পাশের এক খালে তা চলে যায় এবং মাঠ শুকিয়ে যায়।
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঈদগাহে প্রচুর পানি প্রবাহিত করার পর যেহেতু নাপাকির কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না এবং পানি শুকিয়েও গিয়েছে, তাই আপনাদের উক্ত ঈদগাহ পবিত্র হয়ে গেছে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬২৯; আলমুহীতুল বুরহানী ১/৩৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/৪১; ফাতহুল কাদীর ১/১৭৪-৫; আলবাহরুর রায়েক ১/২২৬