Jumadal Ula-Jumadal Akhirah 1442 || January 2021

নোমানুর রহমান - লালখান বাজার, চট্টগ্রাম

৫২৯৮. Question

আমার চাচা তাবলীগ করেন। তিনি পর্দাপুশিদার ব্যাপারে বেশ যত্নবান। তিনি আমার চাচাতো বোনকে চাচাতো বোনের মায়ের মামার সামনে যেতে নিষেধ করেছেন এবং তার সাথে পর্দা করার কথা বলেছেন। আমার এক পরিচিত আলেমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মায়ের মামার সাথে পর্দা করতে হয় না। আমি জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক? আর কাদের কাদের সাথে একজন পুরুষকে পর্দা করতে হয় না অর্থাৎ কাদের সাথে দেখা-সাক্ষাত করা বৈধ? এর একটি তালিকা দিলে আমার মত আরো অনেকে উপকৃত হত।

Answer

উক্ত আলেম ঠিকই বলেছেন। মায়ের মামা মাহরামের অন্তর্ভুক্ত। তাই তার সাথে পর্দা নেই। আর একজন পুরুষের জন্য যে সব নারীদের সাথে পর্দা নেই, অর্থাৎ মাহরাম নারীদের তালিকা নিম্নরূপ :

* মা, দাদী, নানী, দাদী ও নানীর মা এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।

* মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যা সন্তানরা।

* বোন। (সহোদরা, বৈপিত্রেয় ও বৈমাত্রেয়-সকল বোন এর অন্তর্ভুক্ত)

* ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ের মেয়ে ও তাদের অধস্তÍনরা। এবং বোনের মেয়ে, বোনের মেয়ের মেয়ে ও তাদের অধস্তÍনরা। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই ও বোনের মেয়েও এর অন্তর্ভুক্ত)

* ফুফু। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ফুফুও এর অন্তর্ভুক্ত)

* খালা। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় খালাও এর অন্তর্ভুক্ত)

* সৎ মা এবং দুধ পিতার স্ত্রী।

* আপন ছেলে ও দুধ সম্পর্কের ছেলের স্ত্রী, নাতির স্ত্রী এবং অধস্তন সন্তানের স্ত্রীরা।

* দুধ মা, দুধ নানী, দুধ দাদী এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।

* দুধ বোন, দুধ ভাইয়ের মেয়ে, দুধ বোনের মেয়ে।

* দুধ সম্পর্কের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যা সন্তানেরা।

* দুধ পিতার বোন।

* শাশুড়ি (স্ত্রীর আপন মা), দাদী শাশুড়ি, নানী শাশুড়ি এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ এবং স্ত্রীর দুধ মা, দুধ দাদী এবং দুধ নানী।

* স্ত্রীর অন্য ঘরের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তনরা।

-সূরা নিসা : ২৩; সহীহ বুখারী, হাদীস ২৬৪৫; মুসতাদরাক, হাকিম, হাদীস ৩২৪৩কিতাবুল আছল ৪/৩৫৭-৩৬০; ফাতওয়া খানিয়া ১/৩৬০; বাদায়েউস সানায়ে ২/৫৩০; আলমুহীতুল বুরহানী ৪/১০৬; আলবাহরুর রায়েক ৩/৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩

Read more Question/Answer of this issue