Jumadal Ula-Jumadal Akhirah 1442 || January 2021

সাখাওয়াত - বোরহানুদ্দীন, ভোলা

৫২৯৭. Question

আমার বিবাহের পর আমার দাদী শাশুড়ি নানি শাশুড়ি ও খালা শাশুড়িরা আমাকে দেখার জন্য আমার রুমে চলে আসেন। তারা আমার মাহরাম কিনা-এ বিষয়ে প্রশ্ন উঠলে এক খালা শাশুড়ি বলেন, তারা কামেলের বইতে পড়েছেন যে, তারা নাকি জামাইয়ের (আমার) মাহরাম। মুফতি সাহবের নিকট সঠিক মাসআলাটি জানতে চাই।

Answer

দাদী শাশুড়ি ও নানী শাশুড়ী মাহরামের অন্তর্ভুক্ত। তাদের সাথে দেখা দেয়া জায়েয। তবে খালা শাশুড়ি মাহরাম নয়। তার সাথে দেখা দেয়া জায়েয হবে না।

উল্লেখ্য যে, আপনার খালা শাশুড়ি হয়ত নিজ মেয়ের জামাতার সাথে দেখা দেয়া জায়েয হওয়ার কথা পড়েছেন। বোনের মেয়ের জামাতার সাথে নয়।

-কিতাবুল আছল ৪/৩৬৫; বাদায়েউস সানায়ে ২/৫৩১; আলমুহীতুল বুরহানী ৮৬; আলবাহরুর রায়েক ৩/৯৭

Read more Question/Answer of this issue