মুহাম্মাদ আরিফ বিল্লাহ - সাতক্ষীরা
৫২৯৬. Question
একদিন বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। পথের মাঝে দেখলাম একটি দামী ঘড়ি পড়ে আছে। আমার ধারণা, এই ঘড়িটি যদি আমি উঠিয়ে না নিই, তাহলে তা নষ্ট হয়ে যাবে বা কোন ব্যক্তি তা নিয়ে নেবে। আসল মালিক তা পাবে না। আর আমি এক আলেমের কাছে শুনেছি কোন জিনিস যদি রাস্তা-ঘাটে পড়ে থাকে, আর ধারণা হয় যে, তা উঠিয়ে না নিলে কেউ তা নিয়ে নেবে বা নষ্ট হয়ে যাবে। আসল মালিক পাবে না। তাহলে ঐ জিনিস উঠিয়ে নেওয়া ওয়াজিব।
এখন মুফতি সাহেবের কাছে জানার বিষয় হল,
(ক) তাহলে আমার উপর কি এমন মুহূর্তে ঘড়িটা উঠিয়ে নেওয়া ওয়াজিব? যদি ওয়াজিব হয়, তাহলে এলান (ঘোষণা) করার পদ্ধতি কী হবে? রাস্তায় তো একের পর এক মানুষ আসা-যাওয়া করতেই থাকে।
(খ) আবার অনেক সময় দেখা যায়, পথে-ঘাটে টাকা পড়ে থাকে, কিন্তু ব্যস্ততার মুহূর্তে তা উঠিয়ে নিয়ে মালিকের সন্ধান করা সম্ভবপর হয়ে উঠে না এমন সময়েও বা কী করণীয়? অনেক সময় এমন হয়েছে যে টাকা পড়ে আছে কিন্তু এই ভয়ে তা উঠিয়ে নেইনি যে, উঠালে তো মালিকের সন্ধান করতে হবে। এলান করতে হবে। এমনটি করা কি ঠিক? এর কারণে কোন গুনাহ হবে কি না? দয়া করে উক্ত বিষয়গুলোর শরয়ী সমাধান জানিয়ে বাধিত করবেন। আল্লাহ তাআলা আপনাকে উভয় জগতে জাযায়ে খায়ের দান করুন।
Answer
প্রশ্নোক্ত অবস্থায় আপনি যদি পড়ে থাকা ঘড়ি বা টাকা উঠিয়ে নিয়ে যথাযথভাবে মালিকের সন্ধান করতে পারবেন বলে নিজের উপর আস্থাশীল হন। এবং তা আপনার জন্য সম্ভব, আর না নিলে তা নষ্ট হয়ে যেতে পারে বা খোয়া যেতে পারে এমন আশংকা হয়, তাহলে এ অবস্থায় তা উঠিয়ে নেওয়া আপনার উপর ওয়াজিব হবে। আর যদি মালিকের সন্ধানের ব্যাপারে আপনি নিজের উপর আস্থাশীল না হন, তাহলে তা উঠানো জরুরি নয়; বরং এক্ষেত্রে আপনার না উঠানোই উত্তম।
-খুলাসাতুল ফাতাওয়া ৪/৪৩৪; আলমুহীতুল বুরহানী ৮/১৬৬; আলইখতিয়ার ২/৪৮৯; আলবাহরুর রায়েক ৫/১৫০; ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৯; আদ্দুররুল মুখতার ৪/২৭৬