Jumadal Ula-Jumadal Akhirah 1442 || January 2021

আহসান হাবীব - উত্তরা, ঢাকা

৫২৯৫. Question

একদিন বাসা থেকে মসজিদে যাচ্ছিলাম। পথিমধ্যে এক চাচা ডেকে বললেন, এই টাকাটা মসজিদে দিয়ে দিবে। আমি বললাম, চাচা! কীসের টাকা? তিনি বললেন, রাস্তায় পড়েছিল। তারপর আমি সেই টাকা মসজিদে দিয়ে দেই। এই কথা শুনে জনৈক ব্যক্তি বললেন, পড়ে পাওয়া টাকা মসজিদে দিতে নেই। মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আসলেই কি পড়ে পাওয়া টাকা মসজিদে দিতে নেই? আমরা তো অনেক সময় পথে ঘাটে টাকা পেলে তা মসজিদে দিয়ে দেই। এ ব্যাপারে শরীয়তের সমাধান কী? জানিয়ে বাধিত করবেন।

Answer

ঐ ব্যক্তি ঠিকই বলেছেন। পড়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া বৈধ নয়। যথাযথ পন্থায় প্রচারের পর মালিকের সন্ধান না পেলে, তখন তা কোন গরিবকে সদকা করে দিবে। কিন্তু মসজিদে দেওয়া যাবে না। মসজিদে একমাত্র ব্যক্তির নিজ মালিকানাধীন হালাল টাকা প্রদান করা যায়।

-ফাতহুল কাদীর ৫/৩৫২; আলবাহরুর রায়েক ৫/১৫৩; তাবয়ীনুল হাকায়েক ৪/২১২; আদ্দুররুল মুখতার ৪/২৭৯

Read more Question/Answer of this issue