Jumadal Ula-Jumadal Akhirah 1442 || January 2021

রাহাত খান - চকবাজার, ঢাকা

৫২৯৩. Question

আমাদের মসজিদের তৃতীয় তলার কাজ কয়েকদিন আগে শেষ হয়েছে। সেখানে বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল, যা ফেলে দেওয়া হয়েছে। সেখানে একটি মুর্দা বহনের খাটিয়াও ছিল। সেটি বেশ পুরোনো হওয়াতে এখন আর ব্যবহার করা হয় না। মসজিদের অন্য একটি স্টিলের খাটিয়া আছে, যা নিয়মিত ব্যবহার করা হয়।

আমি জানতে চাচ্ছি, মসজিদ কমিটি যদি চায়, তাহলে ঐ পুরোনো খাটিয়া কোনো কাঠের দোকানে বিক্রি করা জায়েয হবে কি?

মুসল্লিদের কেউ কেউ বলছে, মসজিদের জিনিস বিক্রি করা যায় না। সঠিক উত্তরটি জানিয়ে বাধিত করবেন।

Answer

পুরানো খাটিয়া যদি আপনাদের মসজিদের প্রয়োজনে না আসে তাহলে মসজিদ কমিটি তা বিক্রি করে দিতে পারবে। সেক্ষেত্রে বিক্রিত মূল্য মসজিদ ফান্ডে জমা হবে।

-আলমুহীতুল বুরহানী ৯/১২৮; ফাতাওয়া খানিয়া ৩/২৯৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২৪; আলবাহরুর রায়েক ৫/২৫২; আদ্দুররুল মুখতার ৪/৩৫৯

Read more Question/Answer of this issue