আব্দুর রহীম - নরসিংদী
৫২৮৮. Question
একদিন মোবাইলে টিভি দেখার ভয়াবহতা সম্পর্কে একটি আলোচনা শুনি। সেদিন থেকেই টিভি দেখা ছেড়ে দিই এবং কসম করি যে, ভবিষ্যতে কখনো টিভি দেখব না, দেখলে তিন হাজার টাকা সদকা করব। কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার সাথে টিভি দেখা হয়ে যায়। এখন আমি আর্থিক সংকটে আছি; তিন হাজার টাকা দেওয়া আমার জন্য কষ্টকর। এলাকার মাহফিলের একজন আলেমকে বিষয়টি বললে তিনি বলেন-আপনার জন্য ১০জন গরিবকে দুই বেলা তৃপ্তিসহকারে খাওয়ানোই যথেষ্ট। সময় কম থাকায় বিষয়টি ভালো করে জানতে পারিনি। জানার বিষয় হল, এখন আমাকে তিন হাজার টাকাই সদকা করতে হবে, নাকি ১০ জন গরিবকে খাওয়ালেও চলবে? সমাধান জানিয়ে বাধিত করবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি তিন হাজার টাকাও সদকা করতে পারেন। আবার চাইলে দশজন গরিবকে দুই বেলা তৃপ্তিসহকারে খাওয়াতেও পারেন। যে কোনোটির দ্বারা আপনার কাফফরা আদায় হয়ে যাবে।
-আলমাবসূত, সারাখসী ৮/১৩৫; তাবয়ীনুল হাকায়েক ৩/৪২৭; মুখতারাতুন নাওয়াযিল ২/২৪৬; আলবাহরুর রায়েক ৪/২৯৫; ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮২