নাজিয়া আমীন - নড়িয়া, শরীয়তপুর
৫২৮৭. Question
গত কুরবানী ঈদের পরে আমার ছোট ভাই নারিকেল গাছ থেকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তখন আমি মান্নত করেছিলাম সোয়া লক্ষবার দুআয়ে ইউনুস পড়ব। তবে আমি একা পড়ব, নাকি পরিবারের সকলে মিলে পড়ব-এ ব্যাপারে কোনো নিয়ত করিনি। এখন আমার জন্য একাকী পড়াটা কষ্টকর। তাই মুহতারামের নিকট জানতে চাচ্ছি, আমার জন্য একাকী পড়া জরুরি কি না? নাকি পরিবারের সকলে মিলে পড়লেও মান্নত পুরা হয়ে যাবে?
Answer
দুআয়ে ইউনুস পড়ার মান্নত করলে তা আবশ্যক হয়ে যায় না। তাই সোয়া লক্ষবার পড়াও আপনার জন্য জরুরি নয়।
প্রকাশ থাকে যে, উচিত ছিল, দুআয়ে ইউনুস বিপদের সময় পড়া। কিন্তু তা না করে বিপদ দূর হলে পড়ার নিয়ত করা হয়েছে। মুমিন বান্দার উচিত বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহ্র দারস্থ হওয়া এবং তৎক্ষণাৎ তওবা, দুআ ও দান-সদকার মাধ্যমে আল্লাহ্র সাহায্য চাওয়া।
-আলবাহরুর রায়েক ৪/২৯৬; আদ্দুররুল মুখতার ৩/৭৩৬; রদ্দুল মুহতার ৩/৭৩৮