Jumadal Ula-Jumadal Akhirah 1442 || January 2021

সুমাইয়া আক্তার - ভালুকা

৫২৮৪. Question

এক বছর হল আমার বিবাহ হয়েছে। আমার স্বামী আমাকে সাক্ষীদের উপস্থিতিতে আমি যখনই চাই তখনই তালাক গ্রহণ করার অধিকার দিয়েছিলেন। বিয়ের পর আমি নিজেকে শ্বশুর বাড়ির সাথে কোনভাবেই মানিয়ে নিতে পারছি না। আর অন্যদিকে আমার স্বামীর আচার-আচরণও ভালো নয়। তাই আমি তালাক গ্রহণের প্রাপ্ত অধিকার বলে তালাক গ্রহণ করতে চাইলে তিনি বলেন-আমি তোমাকে যে অধিকার দিয়েছিলাম তা ফিরিয়ে নিলাম। এখন তোমার তালাক গ্রহণের অধিকার নেই, আর আমিও তোমাকে তালাক দেব না। জানার বিষয় হল, আমার তালাক গ্রহণের অধিকার কি শেষ হয়ে গেছে? এখন বিবাহ বিচ্ছেদের উপায় কী? সমাধান জানিয়ে বাধিত করবেন।

Answer

স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিলে তা ফিরিয়ে নেওয়া যায় না। অতএব আপনি চাইলে স্বামী কর্তৃক প্রাপ্ত অধিকার বলে নিজ নফসের উপর ‘তালাকে তাফয়ীয’ গ্রহণ করতে পারবেন।

তবে উল্লেখ্য যে, তালাক হল বৈবাহিক সম্পর্ক ছিন্নকারী চড়ান্ত পদক্ষেপ। দাম্পত্য জীবনের সমস্যা জটিল হয়ে পড়লে উভয়ের জন্য তা থেকে নিষ্কৃতির সর্বশেষ পথ। তাই খুব ভেবেচিন্তে এবং গুণীজনদের সাথে পরামর্শ সাপেক্ষে এ পদক্ষেপ গ্রহণ করা উচিত। আবেগের বশবর্তী হয়ে তাড়াহুড়া করে তালাকের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এছাড়া পারিবারিক জীবনে কখনো শুরুতে কিছু সমস্যা আসে। যা অভিজ্ঞজনদের সাথে পরামর্শ করলে কিছুটা সহজ হয়ে আসে এবং ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এসব মুহূর্তে তালাকই সুন্দর সমাধান নয়; বরং তালাকের পর উভয়কে বা নারীকে অনেক ক্ষেত্রে আরো নানাবিধ জটিলতার সম্মুখীন হতে দেখা যায়। তাই তালাকের সিদ্ধান্ত দ্রæত নিবেন না। বিশেষত স্বামী যখন সংসার করতে চায়।

-আলমাবসূত, সারাখসী ৬/২২১; বাদায়েউস সানায়ে ৩/১৮০; আলমুহীতুল বুরহানী ৪/৪৪০; খুলাসাতুল ফাতাওয়া ২/১০৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৭; আলবাহরুর রায়েক ৩/৩১১

Read more Question/Answer of this issue