মুহাম্মাদ ইমদাদুল্লাহ - ফুলবাড়িয়া, সাভার
৫২৭৮. Question
কয়েক বছর আগে অন্যায়ভাবে পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে ছাড়ানো যাচ্ছিল না। তখন আমি মান্নত করেছিলাম, আমার ছেলে যদি জেলখানা থেকে ছাড়া পায় তাহলে আমি যতদিন বেঁচে থাকব প্রত্যেক সোমবার রোযা রাখব। এর কিছুদিন পর প্রায় আলৌকিকভাবে আমার ছেলে মুক্তি পেয়ে যায়। এরপর থেকে আমি নিয়মিত সোমবারে রোযা রেখে যাচ্ছি। কিন্তু এ বছর থেকে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে আমার জন্য প্রত্যেক সোমবারে রোযা রাখা বেশ কষ্টকর হয়ে পড়েছে। আমি মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে রোযা না রেখে আমার জন্য কিছু করার সুযোগ রয়েছে কি?
Answer
প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনি যদি বার্ধক্যজনিত দুর্বলতার কারণেই রোযা রাখতে সক্ষম না হন তাহলে প্রত্যেক রোযার পরিবর্তে ফিদয়া দিতে পারবেন।
ফিদয়া হল, প্রত্যেক রোযার পরিবর্তে একজন দরিদ্রকে দুই বেলা খাবার খাওয়ানো কিংবা এর মূল্য প্রদান করা।
উল্লেখ্য, নিজের সাধ্যের বাইরে কিংবা অধিক কষ্টসাধ্য হয়ে যায় এমন মান্নত করা অনুচিত।
-আলমুহীতুল বুরহানী ৩/৩৭৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২৩১; ফাতহুল কাদীর ২/৩০২; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৯