Jumadal Ula-Jumadal Akhirah 1442 || January 2021

আশহাজ - চাটখিল, নোয়াখালী

৫২৭৬. Question

আমি হাফেজে কুরআন। রমযানে তারাবীহ্র নামাযে কখনো সিজদায়ে তিলাওয়াত আদায় করতে ভুলে যাই। কখনো বা মুসল্লীদের পূর্বে এলান না করার কারণে সিজদা করলে তারা নামাযে হতবিহŸল হয়ে পড়ে, তাই সেজদা করি না।

প্রশ্ন হল, এ (উভয়) অবস্থায় আমার করণীয় কি? এতে নামাযের কোনো সমস্যা হবে কি?

Answer

নামাযে সিজদার আয়াত পড়ার পর অনূর্ধ্ব দুই আয়াতের ভেতর সিজদা করে নেওয়া উত্তম। তবে তিন আয়াতের পর আদায় করলে কাযা করার গোনাহ হবে না। এর চেয়ে বিলম্ব করলে তা কাযা হিসেবে আদায় হবে। তথাপি নামাযের ভেতর যখনই স্মরণ হবে আদায় করে নিতে হবে। কেননা নামাযের ভেতর ওয়াজিব হওয়া সিজদায়ে তিলাওয়াত নামাযের বাইরে আদায় করা যায় না।

আর নামাযের পূর্বে এলান না করার কারণে মুসল্লিদের ভুল বোঝাবুঝির অজুহাতেও সিজদায়ে তিলাওয়াত বিলম্ব করা বা ত্যাগ করা যাবে না। প্রয়োজনে নামায শেষে তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে। আর নামাযের পূর্বে স্মরণ করানোর ব্যাপারেও যতœবান হতে হবে।

-কিতাবুল আছল ১/২৭৪-২৭৫; ফাতহুল কাদীর ১/৪৭০; বাদায়েউস সানায়ে ১/৪৩০; শরহুর মুনয়া, পৃ. ৫০৫; হালবাতুল মুজাল্লী ২/৫৯২; আলবাহরুর রায়েক ২/১২৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩২৪; রদ্দুল মুহতার ২/১১১

Read more Question/Answer of this issue