Rabiul Akhir 1442 || December 2020

মিযানুর রহমান - মুন্সিপাড়া, গাইবান্ধা

৫২৬৭. Question

মসজিদের জন্য দানকৃত কুরআন শরীফ কি বাড়িতে নিয়ে পড়া জায়েয হবে? জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

মসজিদে যেসকল কুরআন শরীফ দান করা হয় তা সাধারণত মসজিদে তিলাওয়াতের জন্যই দেওয়া হয়। তাই মসজিদের কুরআন শরীফ বাসায় নেওয়া যাবে না।

-ফাতহুল কাদীর ৫/৪৩১; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৫৯; আননাহরুল ফায়েক ৩/৩১৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/৫৩৯

Read more Question/Answer of this issue