Rabiul Akhir 1442 || December 2020

নাসিরুদ্দীন - উত্তরা, ঢাকা

৫২৫৬. Question

গত রমযানে অসুস্থতার কারণে একদিনের রোযা রাখতে পারিনি। আজ সকাল আটটার দিকে ঘুম থেকে জেগে কাযা রোযাটি রাখার নিয়ত করি। কিন্তু কিছুক্ষণ পর বাড়িতে মেহমান আসায় তাদের পীড়াপীড়িতে তা ভেঙে ফেলি। জানার বিষয় হল, এখন আমাকে কয়টি রোযা রাখতে হবে? একটি, না দুটি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে দুটি রোযা আদায় করতে হবে। একটি রমযানের কাযা রোযা। আর অপরটি রোযা রাখার পর তা ভেঙে ফেলার কারণে নফল রোযার কাযা। কেননা রমযানের কাযা রোযা রাখার জন্য রাতেই নিয়ত করা জরুরি। দিনের বেলা কাযা রোযার নিয়ত করা সহীহ নয়। দিনের বেলা কাযা রোযার নিয়ত করলেও তা নফল রোযা হিসেবে গণ্য হয়। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনি সকাল আটটায় কাযা রোযার নিয়ত করলেও তা রমযানের কাযা রোযা হয়নি; বরং নফল রোযা হিসেবে শুরু হয়েছে। আর নফল রোযা শুরু করার পর ভেঙে ফেললে তা কাযা করা জরুরি। তাই আপনাকে দুটি রোযাই কাযা করতে হবে।

-কিতাবুল আছল ২/১৬৪; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৭১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭০; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫২; আলবাহরুর রায়েক ২/২৬২; রদ্দুল মুহতার ২/৩৮০

Read more Question/Answer of this issue