Rabiul Akhir 1442 || December 2020

মাহমুদুল হাসান - যাত্রাবাড়ি

৫২৫২. Question

অনেক দিন পর আমি ও আমার বড় ভাই ছোট মামার বাসায় যাই। সেখানে আমরা যেই রুমে নামায পড়ি তাতে আমাদের মরহুম নানা-নানীর ছবি ঝোলানো ছিল। ছবিটি বেশ বড় ছিল। নামাযের পর আমার সন্দেহ হয় যে, এ রুমে পড়া নামায আদায় হয়েছে কি না? বড় ভাইকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নামায হয়ে গেছে। কেননা ছবিটি আমাদের সামনে ছিল না; বরং ডানপাশে ছিল। জানার বিষয় হল, তার কথাটা কি ঠিক? পাশে ছবি থাকা অবস্থায় নামায পড়লে কি নামাযে কোনো সমস্যা হবে না?

Answer

সামনে প্রাণীর ছবি রেখে নামায পড়লে যেভাবে নামায মাকরূহ হয় তেমনিভাবে ডানপাশে বা বামপাশে ছবি ঝোলানো থাকলেও নামায মাকরূহ হয়। সুতরাং আপনাদের উক্ত নামায মাকরূহ হয়েছে। তবে তা আদায় হয়ে গেছে। পুনরায় পড়তে হবে না।

-তাবয়ীনুল হাকায়েক ১/৪১৪; হালবাতুল মুজাল্লী ২/২৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৭; আলবাহরুর রায়েক ২/২৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২০৩; রদ্দুল মুহতার ১/৬৪৮

Read more Question/Answer of this issue