নাদিম আহমাদ - ক্যান্টনমেন্ট, ঢাকা
৫২৫০. Question
নামায পড়া অবস্থায় বিভিন্ন কারণেই অনেকসময় মাথা থেকে টুপি খুলে পড়ে যায়। এক্ষেত্রে করণীয় কি? টুপি উঠিয়ে মাথায় পরে নিতে হবে, না মাথা খোলা অবস্থায়ই নামায পড়ব? সঠিক সমাধান জানতে চাচ্ছি।
Answer
নামায অবস্থায় টুপি পড়ে গেলে সেজদা বা বসা অবস্থায় এক হাত দিয়ে উঠিয়ে নেওয়া উত্তম। কিন্তু যদি এক হাত দিয়ে মাথায় পরা সম্ভব না হয় তাহলে টুপি না উঠিয়ে মাথা খোলা অবস্থায়ই বাকি নামায সম্পন্ন করবে। এক্ষেত্রে মাথা খোলা অবস্থায় নামায পড়লে কোনো অসুবিধা হবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৩০; আলবাহরুর রায়েক ২/১৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৪২; মুখতারাতুন নাওয়াযিল ১/৩২০; হালবাতুল মুজাল্লী ২/৪০৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৮