আবদুল বারী - নরসিংদী
৫২৪৯. Question
একদিন যোহরের নামাযে মসজিদে যেতে দেরি হয়ে যায়। ফলে মাসবুক হই। যখন বাকি নামায আদায় করি তখন প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়তে ভুলে যাই। তবে অন্য একটি সূরা তিলাওয়াত করেছি। প্রশ্ন হল, এমন অবস্থায়ও কি আমার জন্য সাহু সিজদা করা আবশ্যক?
Answer
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে সূরা ফাতেহা না পড়ার কারণে আপনার উপর সাহু সিজদা করা ওয়াজিব। মাসবুকের জন্যও ছুটে যাওয়া নামাযগুলোর মধ্যে প্রথম দুই রাকাতে সূরা ফাতেহাসহ আরো একটি সূরা বা নির্ধারিত পরিমাণের আয়াত পড়া ওয়াজিব। তা ছুটে গেলে সাহু সিজদা করতে হবে।
-কিতাবুল আছল ১/২১০; বাদায়েউস সানায়ে ১/৪২০; আলমুহীতুল বুরহানী ৩/১১২; হালবাতুল মুজাল্লী ২/৪৬৪; ইমদাদুল ফাত্তাহ পৃ. ৫১৪; আলবাহরুর রায়েক ২/১০০