Rabiul Akhir 1442 || December 2020

আব্দুল্লাহ - টাঙ্গাইল

৫২৪৮. Question

আমার নাম মুহাম্মাদ আব্দুল্লাহ। আমাদের বাড়ি মসজিদের খুব নিকটে। এ কারণে আলহামদু লিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাযই সর্বদা মসজিদেই আদায় করি। কিন্তু একদিন ফজরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তাই ফজরের নামাযটি ঘরেই একাকী পড়ি। হুযুরের কাছে জানার বিষয় হল, একাকী ফজরের নামায পড়লে উচ্চস্বরে কিরাত পড়া কি জরুরি; যেমনটি মসজিদের ইমাম সাহেব করে থাকেন? আস্তে আস্তে পড়ার কোনো অবকাশ আছে কি না?

Answer

ফজর, মাগবির ও এশার নামায একাকী পড়লে তাতে উচ্চস্বরে কিরাত পড়া জরুরি নয়। আস্তে আস্তেও কিরাত পড়া যাবে। অবশ্য উচ্চস্বরে কিরাত পড়া উত্তম।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ২৬৫৫; কিতাবুল আছল ১/১৯৬; আলমুহীতুল বুরহানী ২/৪১; আলবেনায়া শরহুল হেদায়া ২/৩৩৯; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৫২

Read more Question/Answer of this issue