শফিকুল ইসলাম - পাবনা
৫২৪৬. Question
আমার এক আত্মীয়ের এক্সিডেন্টে ডান পা ভেঙে গিয়েছে। ডাক্তার তার এ পায়ের রানের গোড়া থেকে পূর্ণ পা ব্যান্ডেজ করে দিয়েছেন। জানার বিষয় হল, এখন তিনি অযু কীভাবে করবেন? যদি কোনো কারণে গোসল ফরয হয় তাহলে তখন গোসল না করে তায়াম্মুম করলে জায়েয হবে কি? বিস্তারিত জানানোর আবেদন রইল।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আত্মীয় অযুর সময় স্বাভাবিকভাবেই অযু করবেন এবং ডান পায়ের ব্যান্ডেজের উপর মাসেহ করে নিবেন। আর গোসল ফরয হলে তখন গোসল করলে যেহেতু ব্যান্ডেজ ভিজে যাওয়ার আশংকা আছে তাই যতদিন ব্যান্ডেজ থাকে গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নেবে।
-ফাতাওয়া খানিয়া ১/৫৮; আলবাহরুর রায়েক ১/১৬৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮; হালবাতুল মুজাল্লী ১/২০৯; মারাকিল ফালাহ পৃ. ৬৮; রদ্দুল মুহতার ১/২৫৭