Rabiul Akhir 1442 || December 2020

কাউসার আহমদ - ভোলা

৫২৪৫. Question

বর্তমানে মোবাইলের জন্য কুরআন শরীফের যেসকল অ্যাপ পাওয়া যায়, সেগুলো খোলা অবস্থায় অযু ছাড়া স্ক্রিনের মাঝে স্পর্শ করা যাবে কি? এক হুজুরকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, ‘অযু ছাড়া তো আপনি গ্লাসের উপর স্পর্শ করছেন লেখার উপর নয়, তাই এতে কোনো অসুবিধা নেই। তার এ কথা কি ঠিক?

Answer

মোবাইলের স্ক্রিনে কুরআন শরীফের আয়াত দৃশ্যমান থাকা অবস্থায় অযু ছাড়া স্ক্রিনে আয়াতের উপর স্পর্শ করা যাবে না। প্রয়োজনে স্ক্রিনের পাশের খালি জায়গায় আঙুল দেওয়া যাবে।

আর স্ক্রিনটাচ মোবাইলে প্লাস্টিক বা কাঁচের আবরণ যেহেতু মূল স্ক্রিনের সাথে অবিচ্ছিন্নভাবে যুক্ত এবং তাতে হাতের স্পর্শও কার্যকর তাই এক্ষেত্রে অযু ছাড়া আপনি গ্লাসের উপর স্পর্শ করছেন; লেখার উপর নয়- এ ধরনের কথা বলা ঠিক নয়।

-আলবাহরুর রায়েক ১/২০১; রদ্দুল মুহতার ১/১৭৩

Read more Question/Answer of this issue