Rabiul Auwal 1442 || November 2020

সানওয়ার হুসাইন - আরসিন গেইট, পোস্তগোলা, ঢাকা

৫২৩৬. Question

গত বছর আমি হজ্বে যাই। আরাফার দিন সকালে রৌদ্রের কারণে ঘুমাতে কষ্ট হচ্ছিল। তখন আমি মাথার সামনে একটি ছাতা খুলে তার উপর কাপড় ঝুলিয়ে দিই। এরপর বুক পর্যন্ত ছাতার ভিতর ঢুকে ঘুমিয়ে পড়ি। আর ঝুলানো কাপড়টি আমার বুকের উপর ছিল। মাথা বা মুখ কিছুই স্পর্শ করেনি। জানতে চাচ্ছি, এভাবে মুখ ঢেকে দীর্ঘ সময় ঘুমানোর দ্বারা কি দম ওয়াজিব হয়েছে?

Answer

ইহরাম অবস্থায় ছাতা ব্যবহার করা জায়েয। তাই প্রশ্নোক্ত অবস্থায় আপনার মুখ ও মাথা ছাতার নিচে থাকলেও আপনার উপর কোনো দম বা জরিমানা ওয়াজিব হয়নি।

প্রকাশ থাকে যে, ইহরাম অবস্থায় কাপড় দ্বারা চেহারা ও মাথা আবৃত করে রাখা নিষেধ।

-সুনানে আবু দাউদ, হাদীস ১৮৩০; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৪৬৫; শরহু মুখতাসারিত তহাবী ২/৫৬৬; আলমাবসূত, সারাখসী ৪/১২৯; আলমুহীতুল বুরহানী ৩/৪৩১; বাদায়েউস সানায়ে ২/৪০৯

Read more Question/Answer of this issue