Rabiul Auwal 1442 || November 2020

সগীর আহমদ - যাত্রাবাড়ী

৫২৩৩. Question

গত রোযায় আমি এলাকার মসজিদে ইতিকাফে বসেছিলাম। মসজিদের বাথরুম অনেক নোংরা হওয়ায় তা ব্যবহারের অযোগ্য ছিল। ফলে টয়লেটের জন্য বাসায় আসতে হত। একদিন ঘরে এসে জরুরত পূর্ণ করার পর বেগম সাহেবের সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হই। চার পাঁচ মিনিট পর সে আমাকে ইতিকাফের কথা স্মরণ করিয়ে দিলে তৎক্ষণাৎ আমি মসজিদে চলে আসি। হুযূরের কাছে জানতে চাচ্ছি যে, একান্ত আলাপচারিতা দ্বারা কি আমার ইতিকাফটি ভেঙে গেছে?

Answer

প্রশ্নোক্ত অবস্থায় ঘরে এসে জরুরত পূর্ণ করার পর আলাপচারিতায় অতিরিক্ত সময় ব্যয় করার কারণে আপনার সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট দিনগুলো নফল হিসেবে গণ্য হয়েছে। যেদিন ইতিকাফ ভেঙে গেছে সে দিনটির জন্য আপনি পরবর্তীতে রোযাসহ একদিন ইতিকাফ কাযা করে নেবেন।

-আলমাবসূত, সারাখসী ৩/১১৭; আলমুহীতুল বুরহানী ৩/৩৮০; আলজাওহারাতুন নাইয়িরা ১/১৮৯; রদ্দুল মুহতার ২/৪৪৫

Read more Question/Answer of this issue