Rabiul Auwal 1442 || November 2020

মুহাম্মাদ সালাম - বরিশাল

৫২৩০. Question

জনাব কয়েকদিন আগে মৃত অবস্থায় আমার এক বাচ্চা ভূমিষ্ঠ হয়। তাকে জানাযার জন্য মসজিদে নেওয়া হলে ইমাম সাহেব বলেন, ‘বাচ্চা মৃত অবস্থায় জন্ম নিলে জানাযা দিতে হয় না’। একথা বলে হালকা দুআ করে আমাকে ফিরিয়ে দিলেন। জানার বিষয় হল, তার এই কথা কি ঠিক?

Answer

হাঁ, ইমাম সাহেবের কথা ঠিক। মৃত অবস্থায় প্রসবকৃত বাচ্চার জানাযা দিতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-

الطِّفْلُ لَا يُصَلَّى عَلَيْهِ، وَلَا يَرِثُ، وَلَا يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ.

বাচ্চা আওয়াজ না করলে (অর্থাৎ মৃত অবস্থায় ভূমিষ্ঠ হলে) তার জানাযা দিতে হয় না এবং সে কারো ওয়ারিস হবে না এবং তারও কেউ ওয়ারিস হবে না। (জামে তিরমিযী, হাদীস ১০৩২)

-মুছান্নাফে ইবনে আবি শাইবা, আছার ১১৭১৭; কিতাবুল আছল ১/৩৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১০; ফাতাওয়া খানিয়া ১/১৮৭; রদ্দুল মুহতার ২/২২৮

Read more Question/Answer of this issue