Rabiul Auwal 1442 || November 2020

আহসান হাবীব - বেরতলা, বি. বাড়িয়া

৫২২৪. Question

একদিন মসজিদে কিবলার দিকে পিঠ করে বসে তিলাওয়াত করছিলাম। এর মধ্যে এক ব্যক্তি এসে আমার সামনে নামাযে দাঁড়িয়ে যায়। প্রশ্ন হল, বলা হয়ে থাকে যে, নামাযীর দিকে মুখ করে বসা জায়েয নয়। কথাটি সঠিক কি না? বাস্তবে বিষয়টি এমন হয়ে থাকলে প্রশ্নোক্ত ক্ষেত্রে গোনাহগার কে হবে? আমি, না ঐ নামাযী ব্যক্তি, যে হঠাৎ আমার সামেন এসে দাঁড়িয়ে গেল?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ নামাযী ব্যক্তি থেকে আপনার চেহারা ফিরিয়ে নেওয়া উচিত ছিল। কেননা যদিও এভাবে নামাযে দাঁড়ানো তার ভুল হয়েছে। তথাপি সে যেহেতু নামায শুরু করে দিয়েছে তাই আপনার জন্য আর তার দিকে মুখ করে বসা ঠিক হবে না।

লক্ষণীয় যে, যেমনিভাবে কারো মুখের দিকে ফিরে নামায পড়া মাকরূহ। তেমনিভাবে নামাযী ব্যক্তির দিকে মুখ করে বসাও মাকরূহ। অবশ্য যদি নামাযী ব্যক্তি ও তার দিকে ফিরে বসা ব্যক্তির মধ্যখানে দেয়াল, পিলার বা আড়াল হয় এমন কোনো বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে এমনভাবে বসতে অসুবিধা হবে না। অনুরূপভাবে এ দুজনের মধ্যখানে যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকে, যে নামাযী ব্যক্তির দিকে পিঠ করে রয়েছে তাহলেও কোনো অসুবিধা নেই।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ২৩৯৬; বাদায়েউস সানায়ে ১/৩৯৫; আলকেফায়া ১/৩৬০; মুখতারাতুন নাওয়াযিল ১/৩১২; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৯২; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৮; আদ্দুররুল মুখতার ১/৬৪৪

Read more Question/Answer of this issue