কামাল হোসেন - মানিকগঞ্জ
৫২২০. Question
কয়েক মাস আগে আমার স্ত্রীর আপন মা ইন্তেকাল করেন। এরপর আমার শ্বশুর পুনরায় বিবাহ করেছেন। আমরা এখন শ্বশুরবাড়ি গেলে বর্তমান শাশুড়ি অর্থাৎ আমার স্ত্রীর সৎ মা আমাদের জন্য বিভিন্ন এন্তেজাম করেন। প্রশ্ন হল, আমি কি আমার এই সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারব? তিনি কি আমার মাহরাম?
Answer
সৎ শাশুড়ি অর্থাৎ স্ত্রীর সৎ মা মাহরাম নয়। তার সাথে দেখা করা আপনার জন্য বৈধ হবে না। তবে পর্দার আড়াল থেকে সালাম ও সংক্ষিপ্ত কুশল বিনিময় করতে পারবেন।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৬৬৭১; আলমুহীতুল বুরহানী ৪/১০৬; আলবাহরুর রায়েক ৩/৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৭; আদ্দুররুল মুখতার ৩/৩৯