Safar 1442 || October 2020

আবু হাম্মাদ - সদর, কুষ্টিয়া

৫২১৩. Question

আমার বড় ভাই এই বলে মান্নত করেন যে, আমার চাকরি হলে তিন দিন ইতিকাফ করব। পরবর্তীতে তার চাকরি হয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার মান্নতকৃত ইতিকাফ আদায় করেননি। এভাবে তিনি গত সপ্তাহে ইন্তেকাল করেন। আমাদের জানার বিষয় হল, তিনি যেন  মান্নতের দায় থেকে মুক্ত হতে পারেন- এজন্য আমরা কী করতে পারি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বড় ভাইয়ের পক্ষ থেকে তিনটি সদকাতুল ফিতর বা তার সমপরিমাণ টাকা গরিব-মিসকিনকে দিয়ে দিবেন।

-কিতাবুল আছল ২/১৮৮; বাদায়েউস সানায়ে ২/২৮৯; আলমুহীতুল বুরহানী ৩/৩৮৩ ফাতাওয়া হিন্দিয়া ১/২১৪

Read more Question/Answer of this issue