Safar 1442 || October 2020

আব্দুস সালাম - চরফ্যাশন, ভোলা

৫২০৫. Question

আমি মোবাইলে কথা বলছিলাম। এর মধ্যে আযান শুরু হয়ে যায়। কথা বলা শেষ না হওয়াতে আযানের জবাব দিতে পারিনি। প্রশ্ন হল, কোনো কাজে ব্যস্ত থাকার কারণে যদি আযান চলাকালীন আযানের জবাব দেয়ার সুযোগ না হয় তাহলে কি আযান শেষ হওয়ার পর জবাব দেওয়া যাবে?

Answer

হাঁ, আযানের পর খুব বেশি বিলম্ব না হলে জবাব দেওয়ার অবকাশ আছে।

-আলবাহরুর রায়েক ১/২৬০; আদ্দুররুল মুখতার ১/৩৯৭; তুহফাতুল মুহতাজ ২/১১০

Read more Question/Answer of this issue