Safar 1442 || October 2020

আলি আসগর - না. গঞ্জ

৫২০২. Question

নামাযের মধ্যে সিজদার আয়াত পাঠের পর ভুলে যথাসময়ে সিজদা আদায় না করলে কী করণীয়? একজন হাফেজ সাহেব বললেন যে, নামায শেষ হওয়ার আগে যদি স্মরণ হয়ে যায় তাহলে তা আদায় করে নিবে এবং পরে সাহু সিজদা করবে। তার কথাটি কি ঠিক?

Answer

হাঁ, হাফেজ সাহেবের কথাটি সঠিক। নামাযে সিজদার আয়াত পাঠের পর ভুলে যথাসময়ে সিজদা আদায় না করার পর যদি নামাযের মধ্যেই বিষয়টি স্মরণ হয় তাহলে উত্তম হলো, স্মরণ হওয়ার সাথে সাথে সিজদাটি আদায় করে নিবে। এবং বিলম্বে সিজদা দেওয়ার কারণে নামায শেষে সাহু সিজদা করবে।

-কিতাবুল আছল ১/২০৫; বাদায়েউস সানায়ে ১/৪০২; আলমুহীতুল বুরহানী ২/৩৩৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬

Read more Question/Answer of this issue