Safar 1442 || October 2020

আব্দুল্লাহ বিন ইসমাঈল - চতুল, কানাইঘাট, সিলেট

৫১৯৯. Question

আজ যোহরের নামাযের পর এক মুরব্বী আমাকে ডেকে বললেন, সিজদায় তোমার পা জমিন থেকে উঠে যায়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেননা দুই পা জমিন থেকে উঠে গেলে তো নামাযই হবে না। বিষয়টি আমার পুরোপুরি বুঝে আসেনি। কেননা এ বিষয়ে আমি ভিন্ন মন্তব্যও শুনেছি। সঠিক মাসআলা দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব?

Answer

সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত দুই পা জমিনে রাখা সুন্নতে মুআক্কাদা। আর সিজদার অধিকাংশ সময় ওযর ছাড়া দুই পা বা কোনো এক পা জমিন থেকে পৃথক রাখা মাকরূহে তাহরীমী। অবশ্য পা যদি অল্প সময়ের জন্যও জমিনে রাখে তাহলে নামায আদায় হয়ে যাবে। কিন্তু পুরো সিজদার মধ্যে কোনো পায়ের সামান্য অংশও যদি একেবারেই জমিনে না লাগে তাহলে নামায হবে না।

-সহীহ বুখারী, হাদীস ৮১০; আলমুহীতুল বুরহানী ২/১২৩; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪৪৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৫; আলবেনায়া শরহুল হেদায়া ২/২৭৫; হালবাতুল মুজাল্লী ২/৭১; আলবাহরুর রায়েক ১/৩১৮; রদ্দুল মুহতার ১/৪৪৭, ৪৯৯; শরহুল মুনইয়া, পৃ. ২৮৪

Read more Question/Answer of this issue